জল-স্থল যে পথেই হোক- অভিবাসনপ্রত্যাশীদের লক্ষ্য ইউরোপের দেশ ইতালি। এবার এমন প্রত্যাশীদের ঢল থামাতে নতুন আইন করেছে ইতালি সরকার। এখন থেকে আশ্রয়ের আবেদনকারীকে গুণতে হবে ৫ হাজার ইউরো। আইনটির কারণে দু:স্বপ্নে পরিণত হতে পারে অনেক বাংলাদেশির স্বপ্ন।