Facebook
Youtube
Instagram
Linkedin

News


কেন জাপানের অস্তিত্ব টিকে থাকা নিয়ে প্রশ্ন উঠেছে? | Japan Birthrate | Ekattor TV

পৃথিবী থেকে হারিয়ে যাওয়ার শঙ্কা দেখা দিয়েছে সূর্যোদয়ের দেশ জাপানের। না, ভুল শোনেননি। এমন শঙ্কার কথা জানিয়েছেন, খোদ দেশটির প্রধানমন্ত্রী। জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা কমাস আগেই বলেছেন, 'জাপান এক খাদের কিনারায় এসে দাঁড়িয়েছে। এটি টিকে থাকবে কিনা এখন সেটাই প্রশ্ন।